মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জন। নিখোঁজ রয়েছে ৮৯ জন। গতকাল শনিবার দেশটির সামরিক সরকার এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের বেশি সময় আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে করে ভিয়েতনামের উত্তরাঞ্চল, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমার টানা বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টির কারণে দেখা দেয় বন্যা ও ভূমিধসের ঘটনা। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) শনিবার জানায়, ইয়াগির কারণে মিয়ানমারে প্রায় ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধ্বংসস্তূপ অবস্থায় রয়ে গেছে। টাইফুনের কারণে বাড়িঘর, গৃহস্থালির সম্পদ, পানির উৎস ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। রাস্তা, সেতু, যোগাযোগ নেটওয়ার্ক, স্কুল, জনসেবা সুবিধা, ধর্মীয় স্থান, ফসল ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।