সম্প্রতি জেনি যুক্তরাষ্ট্রের রেকর্ড লেবেল কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তি সেরেছেন। আগামী অক্টোবরে তাঁর নতুন একক গান প্রকাশিত হবেছবি: হারপারস বাজারের ইনস্টাগ্রাম থেকে প্রচ্ছদের পাশাপাশি ফটোশুটে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছে সাময়িকীটি. ১৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে প্রচ্ছদটি প্রকাশ করেছে হারপারস বাজার। এই সংখ্যার মূল প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘একজন পপ আইডলের পুনর্জন্ম।