Blog Pages

Blog Page

Enjoy The Latest Hot Collection

It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using a letters

All Blog Politics Weather Sports International Entertainment Education Technology Business & Finance
...
জরুরি বিভাগে ফিরেছেন কলকাতার ইন্টার্ন চিকিৎসকেরা

অবশেষে পশ্চিমবঙ্গের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের আন্দোলন আংশিকভাবে প্রত্যাহার করে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন। গতকাল শুক্রবার তাঁরা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কলকাতার আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলন ও কর্মবিরতি শুরু করেন কলকাতার ইন্টার্ন চিকিৎসকেরা। নানা স্তরের মানুষ তাঁদের সেই আন্দোলনে সমর্থন জানান ও অংশগ্রহণ করেন। ইন্টার্ন চিকিৎসকেরা মোট পাঁচ দফা দাবিতে তাঁদের আন্দোলন চালিয়ে যান। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের দুই দফা বৈঠকও হয়েছে। প্রথম বৈঠকটি হয় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাসভবনে। দ্বিতীয় দফায় নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে। গতকাল ছিল চিকিৎসকদের আন্দোলনের ৪২তম দিন। এদিন আন্দোলনকারীরা কলকাতার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে বিশাল একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল শেষ হয় কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সামনে। মিছিলে শুধু চিকিৎসকেরা নন, যোগ দেন কলকাতার বিভিন্ন স্তরের মানুষ। মিছিল থেকে স্লোগান তোলা হয়, ‘আর কত দিন সময় চাই, জবাব চাই সিবিআই’, ‘লক্ষ গলায় একই স্বর, বিচার চাইছে আর জি কর’। মিছিল শেষে আন্দোলন আংশিক প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা। সঙ্গে সঙ্গে তাঁরা এ ঘোষণাও দিয়েছেন, বাকি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন জারি থাকবে। দাবি না মানলে প্রয়োজনে তাঁরা আবার কর্মবিরতিতে যেতে পিছপা হবেন না।গতকাল ছিল আন্দোলনের ৪২তম দিন। এদিন কলকাতার নাগরিক সমাজ আর জি করে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশাল হাতে প্রতিবাদ মিছিল করেন। তাঁরা এদিন ৪২ কিলোমিটার পথ হাঁটেন। বিকেলে দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক থেকে মিছিল শুরু হয়। সর্বস্তরের হাজারো মানুষ মশালমিছিলে শরিক হন। মিছিলটি হাইল্যান্ড পার্ক থেকে শুনু হয়ে কলকাতার রুবি হাসপাতাল, পিজি হাসপাতাল, সায়েন্স সিটি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এনআরএস হাসপাতাল হয়ে আর জি কর হাসপাতালের কাছে শ্যামবাজার পর্যন্ত যায়। দিবাগত রাত দুইটার দিকে মিছিলটি শেষ হয়। মিছিলে চলচ্চিত্র অঙ্গনের তারকা, সমাজকর্মী, নাট্যব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, চিকিৎসকসহ বিশিষ্টজনেরা অংশ নেন। মিছিল থেকে দাবি তোলে হয় ‘উই ওয়ান্ট জাস্টিস’।

...
চিনি মেশানো পানি খেয়ে দিন কাটাচ্ছেন কিউবার অনেক মানুষ

আপনার খাবার টেবিলে চাল, পাস্তা বা ম্যাকারনি না থাকলেও সেটা বলার মতো কিছু নয়। কিন্তু যখন কিছুই থাকে না, তখন বেশি খারাপ লাগে। কিউবানরা ঘুম থেকে উঠে আবার বিছানায় যাওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন। ভর্তুকি দেওয়া রেশনের খাবার না থাকলে বেশির ভাগ কিউবানকে না খেয়ে থাকতে হতো। এসব খাবারও এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল হয়ে পড়েছে। বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞার সঙ্গে লড়ছে কিউবা সরকার। যুক্তরাষ্ট্রের দেওয়া এসব নিষেধাজ্ঞার কারণে কিউবা নিত্যপণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে। এ কারণেই মূলত সেখানে খাদ্যসংকট প্রকট আকার ধারণ করেছে।সরকারি এক সিদ্ধান্তে ইতিমধ্যে রেশনে দেওয়া রুটির আকার ছোট করা হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট একেকটি রুটি। চাল দুষ্প্রাপ্য। আর তেল ও কফি পাওয়া যাচ্ছে না কোথাও। ৫৭ বছর বয়সী রোসালিয়া টেরেরো হাভানায় একটি দোকানে কাজ করেন। সেখানে ভর্তুকির খাবার বিক্রি করা হয়। তিনি বলেন, ‘কেউ কেউ শুধু পানিতে চিনি মিশিয়ে খেয়ে ঘুমাতে যান।’রোসালিয়ার পরিবারেরই সাত সদস্য প্রতিদিন এক টুকরা করে ভর্তুকির রুটি খেয়ে বেঁচে থাকছেন। কিউবা সরকার রেশনের রুটির ওজন ৮০ গ্রাম থেকে কমিয়ে ৬০ গ্রাম নির্ধারণ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেট ভরার জন্য ওইটুকু রুটি যথেষ্ট নয়।’ কমিউনিস্ট–শাসিত কিউবায় মাত্র তিন বছর আগে বেসরকারি দোকান চালুর অনুমোদন দেওয়া হয়। এখন এসব দোকান থেকে বেশির ভাগ মানুষ খাবার কেনার সামর্থ্য রাখেন না। আবার কিছু সরকারি দোকান আছে, যেখানে ভর্তুকির খাবার পাওয়া যায় না। এসব দোকানে শুধু বৈদেশিক মুদ্রা গ্রহণ করা হয়। এ কারণে ওই সব দোকান থেকেও খাবার কিনতে পারেন না মানুষেরা।

...
মিয়ানমারে বন্যায় নিহত বেড়ে ৩৮৪

মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জন। নিখোঁজ রয়েছে ৮৯ জন। গতকাল শনিবার দেশটির সামরিক সরকার এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের বেশি সময় আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে করে ভিয়েতনামের উত্তরাঞ্চল, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমার টানা বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টির কারণে দেখা দেয় বন্যা ও ভূমিধসের ঘটনা। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) শনিবার জানায়, ইয়াগির কারণে মিয়ানমারে প্রায় ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধ্বংসস্তূপ অবস্থায় রয়ে গেছে। টাইফুনের কারণে বাড়িঘর, গৃহস্থালির সম্পদ, পানির উৎস ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। রাস্তা, সেতু, যোগাযোগ নেটওয়ার্ক, স্কুল, জনসেবা সুবিধা, ধর্মীয় স্থান, ফসল ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

...
মুইজ্জুর আসন্ন ভারত সফর কী সংকেত দিচ্ছে

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু শিগগিরই ভারত সফরে যাবেন। ‘ইন্ডিয়া আউট’ কর্মসূচি দিয়ে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলেন তিনি। তবে সরকার গঠনের পর অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। এর মধ্যে মুইজ্জুর ভারত সফরের কথা শোনা যাচ্ছে। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান মুখপাত্র হিনা ওয়ালিদ গত সপ্তাহে জানান, ‘প্রেসিডেন্ট শিগগিরই ভারত সফরে যাবেন৷’ গত এপ্রিলে মুইজ্জুর সরকার মালদ্বীপে থাকা ভারতের সেনাদের একটি দলকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছিল। এরপর মে মাসে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করে তারা৷ এ ছাড়া বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন মালদ্বীপের দুজন উপমন্ত্রী। ভারতের লাক্ষ্মাদ্বীপে মোদির পর্যটন প্রসারের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলেন মালদ্বীপের মন্ত্রীরা। এর উত্তরে ভারতের পর্যটকেরা মালদ্বীপ বর্জনের ডাক দেন, যেটি পর্যটননির্ভর মালদ্বীপের জন্য মারাত্মক হুমকি ছিল৷ডি সুজা বলেন, ‘মোদিকে নিয়ে ঠাট্টা করা দুই উপমন্ত্রীর পদত্যাগ বলে দিচ্ছে মুইজু নয়াদিল্লির সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চান। তবে এতে চীনের প্রতি তাঁর যে পক্ষপাত, সেটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।’ মালদ্বীপের ঋণের বোঝা বাড়ছে। রাজস্বের পরিমাণ কম। রিজার্ভও কমে যাওয়ায় বাজেট ঘাটতি আছে। সে কারণে আর্থিক সহায়তা খুঁজছে দেশটি। দেশটি চীনের দিকে ঝুঁকে পড়ুক, এটা ভারত চায় না। তাই গত মাসে মালদ্বীপ সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য একটি অগ্রাধিকার বিষয় বলে তিনি উল্লেখ করেছিলেন।

Website list with categories || World web list

One popular web list | website list with categories | world web list !

oop world wweb list, website links list, most visited websites in the world 2022, list of websites, website list with categories, check website category, types of websites with categories, list of all websites in the world, popular website categories, list of websites, popular web list, in world, web list, worldweblist.com!


Two world web list

Two popular web list | website list with categories | world web list

two world web list, website links list, most visited websites in the world 2024, list of websites, website list with categories, check website category, types of websites with categories, list of all websites in the world, popular website categories, list of websites, popular web list, in world, web list, worldweblist.com!