Blog Pages

Blog Page

Enjoy The Latest Hot Collection

It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using a letters

All Blog Politics Weather Sports International Entertainment Education Technology Business & Finance
...
কেমন চলছে এবারের ভর্তি প্রস্তুতি

ফার্মগেট মেট্রো স্টেশন থেকে নেমেই একধাক্কায় যেন ফিরে গেলাম বছর কয়েক পেছনে। ইন্দিরা রোডের এই জায়গা আমার খুব চেনা। শরতের তপ্ত বিকেলে বহু শিক্ষার্থীকে ব্যাগ কাঁধে ছুটতে দেখা গেল। এই ভিড়ে তো একদিন আমিও ছিলাম। এই শিক্ষার্থীদের প্রায় সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শেষ বিকেলের কমলা আলোয় তাঁদের কারও কারও মুখে তারুণ্যের দীপ্তি, কারও মুখে ক্লান্তির ছায়া চোখে পড়ল। কয়েকজনের সঙ্গে আলাপ করব বলে পা বাড়াই। এবার যাঁরা ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, প্রায় সবাই ২০২৪ সালের এইচএসসি ব্যাচ (আগের ব্যাচেরও অনেকে আছেন, যাঁরা দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন)। এ বছর এইচএসসি পরীক্ষার মাঝপথেই শুরু হয় ‘জুলাই বিপ্লব’, থেমে যায় পরীক্ষা। আন্দোলন শেষেও পূর্বাঞ্চলে ছিল বন্যার ভয়াবহতা। নানা কারণে পরীক্ষা বা পড়ালেখা—কোনোটিতেই মন দেওয়ার সুযোগ হয়নি অনেকের। ভর্তিযুদ্ধে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে রাজধানীর ফার্মগেটে এসেছেন রেজওয়ানা আফরীন। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামো নিয়ে কোনো অনিশ্চয়তায় ভুগছেন কি না, জানতে চাইলাম তাঁর কাছে। বললেন, ‘পরিস্থিতি পরিবর্তিত হয়েছে ঠিক; কিন্তু এতে মোটাদাগে পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামোয় পরিবর্তন আসবে কি না, সেসব নিয়ে ভাবছি না। এমন কিছুর সম্ভাবনা কমই মনে হচ্ছে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের ইতিহাসনির্ভর প্রশ্নগুলোয় হয়তো কিছুটা পরিবর্তন আসবে।’দিনাজপুর থেকে ঢাকায় এসে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন মো. তাজকাতুল ইমরান। ফার্মগেট মেট্রো স্টেশনে তাঁর সঙ্গে আলাপ হলো। পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামো নিয়ে চিন্তিত নন তিনিও। বললেন, ‘এবারের পরীক্ষা শেষ না হওয়ার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এইচএসসির জন্য আমাদের তো পূর্ণ প্রস্তুতিই ছিল; সেহেতু পরীক্ষাপদ্ধতি বা প্রশ্নকাঠামো নিয়ে চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না।’ তবে অন্য চ্যালেঞ্জের কথাও বললেন এই শিক্ষার্থী, ‘জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পড়াশোনা একপ্রকার থেমেই গিয়েছিল। এরপর মাঝের সময়টাতে আমি পড়ার টেবিল থেকে দূরে ছিলাম। এখন আগের মতো পড়ায় মন বসাতে একটু সমস্যা তো হচ্ছেই।’ ইমরানের মতোই ‘পড়ার টেবিল থেকে দূরে’ ছিলেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী অলিন্দ আল কাভী। কুষ্টিয়ার এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘তখন (আন্দোলনের সময়টায়) আমাদের চিন্তাটা শুধু দেশ নিয়েই ছিল। কখন, কোথায় কী হচ্ছে, সে খবর নিয়েই পড়ে থাকতাম। প্রায় দেড় মাসের একটা বিরতি পড়ে গেছে।’ এখন নতুন উদ্যমে পড়ায় মন দিতে চেষ্টা করছেন অলিন্দ। গত কয়েক মাসে শিক্ষার্থীদের মনোজগতে বড় ধরনের ঝড় বয়ে গেছে। মাস দুয়েক আগে তাঁরা যে পরিকল্পনায় এগোচ্ছিলেন, এখনো কি পরিকল্পনা একই আছে? জানার আগ্রহ ছিল। মেহেরপুর থেকে মেয়েকে নিয়ে ফার্মগেটের একটি কোচিংয়ে ভর্তি করাতে এসেছেন মো. মোখলেছুর রহমান। তিনি বললেন, ‘আমি যদ্দুর জানি, সে ভার্সিটির খ ইউনিটের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। এখনো তা-ই নিচ্ছে।’ চাঁদপুরের রেজওয়ানা, দিনাজপুরের ইমরান, কুষ্টিয়ার অলিন্দও একই কথা বললেন। তাঁদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি।আগে কোচিংয়ের জন্য ঢাকামুখী হওয়ার চলই বেশি ছিল। মূলত করোনা–পরবর্তী সময়ে এ পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। এখন ঢাকার বাইরে থেকে কিংবা অনলাইনের মাধ্যমেও ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে। ঝিনাইদহের ছেলে মাহমুদুল হাসান যেমন এখন খুলনায় আছেন। প্রস্তুতি নিচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। হোয়াটসঅ্যাপে আলাপ হলো তাঁর সঙ্গে। বললেন, ‘বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসে হয়েছে। তাই এবারের ভর্তি পরীক্ষাগুলোয় শর্ট নাকি ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে।’

...
ঢাবির ক্লাসে ফিরে শিক্ষার্থী বললেন, ক্যাম্পাসে এই স্বস্তি বজায় থাকুক

‘দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে আনন্দ লাগছে। অনেক সহপাঠীর সঙ্গে বহুদিন পর দেখা হলো। এক নতুন বাংলাদেশে ভয়-ভীতিমুক্ত ক্যাম্পাসে ফিরতে পেরেছি। ক্যাম্পাসে এই স্বস্তি বজায় থাকুক।’ কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী মো. ফাহিমের। দীর্ঘ ১১২ দিন পর আজ রোববার আবার শ্রেণিকক্ষে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে শ্রেণিকক্ষে ফিরে প্রথম আলোর কাছে এমন প্রতিক্রিয়া জানান ফাহিম। ঈদুল আজহার আগে গত ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়। ছুটি শেষে ১ জুলাই শ্রেণি কার্যক্রম তথা ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে সেদিন থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে গত জুলাইয়ে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর ফলে শিক্ষার্থীদের আন্দোলন একপর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর আজ আবার ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে প্রথম বর্ষ ছাড়া স্নাতকের অন্যান্য বর্ষ ও স্নাতকোত্তরের ক্লাস শুরু হয়। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানসহ পদস্থ শিক্ষকেরা আজ সকাল থেকে কয়েকটি অনুষদ ঘুরে শ্রেণি কার্যক্রমের চিত্র দেখেছেন। পাঁচটি বিভাগ ছাড়া সব বিভাগ-ইনস্টিটিউটে আজ ক্লাস হচ্ছে। আজ সকালে বিজ্ঞান, ফার্মেসি, আইন, সামাজিক বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকা ঘুরে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য দেখা গেছে। অধিকাংশ বিভাগেই শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। কার্জন হল ও ভিসি চত্বর এলাকায় দীর্ঘদিন পর দেখা গেছে লাল বাসের সারি। বটতলায় আড্ডা দিতে দেখা গেছে শিক্ষার্থীদের অনেককে। কেউ কেউ শ্যাডোর খাবারের দোকানে নাশতা করছিলেন। মধুর ক্যানটিনেও ছিল শিক্ষার্থীদের উপস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্লাস শুরুর দিনে আজ শিক্ষার্থীদের উপস্থিতি খুবই ভালো। গড়ে ৯০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে ফিরেছেন। কোনো কোনো বিভাগের শ্রেণি কার্যক্রমে শতভাগ শিক্ষার্থী অংশ নিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনকেন্দ্রিক দ্বন্দ্বের ঘটনা আছে—এমন কয়েকটি বিভাগে অবশ্য আজ ক্লাস হচ্ছে না। প্রক্টর জানালেন, সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি বিভাগ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের একটি বিভাগে ক্লাস হচ্ছে না। তবে সেখানে কোনো হইচই নেই। পরিবেশ শান্ত আছে। অন্য সব বিভাগেই ক্লাস হচ্ছে।

Website list with categories || World web list

One popular web list | website list with categories | world web list !

oop world wweb list, website links list, most visited websites in the world 2022, list of websites, website list with categories, check website category, types of websites with categories, list of all websites in the world, popular website categories, list of websites, popular web list, in world, web list, worldweblist.com!


Two world web list

Two popular web list | website list with categories | world web list

two world web list, website links list, most visited websites in the world 2024, list of websites, website list with categories, check website category, types of websites with categories, list of all websites in the world, popular website categories, list of websites, popular web list, in world, web list, worldweblist.com!